কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে খুন, খুনি আটক
- আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০৫২ বার পড়া হয়েছে
কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে খুন, খুনি আটক
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরণ এলাকায় স্ত্রী (৩৫)কে ধর্ষনের পর, স্ত্রীর সামনেই খুন করা হয়েছে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় বীরেন চাকমা
(৫৪)কে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম রঞ্জন চাকমা। নিহত রঞ্জন চাকমা রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, তিনি গত ৩-৪ দিন আগে কক্সবাজারে তার নিকট আত্মীয় বিমল চাকমার বাড়িতে স্বস্ত্রীসহ বেড়াতে গিয়েছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, পাশের ফ্ল্যাট থেকে এক নারীর আর্তচিৎকার শুনে আমরা বের হই। বাইরে এসে দেখি ওই নারী কাঁদছে, তার স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। একটু পরেই রক্তমাখা হাতে বীরেলকে পালাতে দেখে আমরা তাকে আটক করি। চাকমা পরিবার দু’টি এখানে ভাড়া থাকত ও সুপারি বাগানে কাজ করত।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতককে স্থানীয়রা ধরে পুলিশের হাতে দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





















