কক্সবাজারের ভাসানচরে তৃতীয় দফার পৌঁছেছে ১৭৭৬ রোহিঙ্গা
- আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
ডেস্ক নিউজ:
কক্সবাজারের উখিয়া ক্যাম্প স্থানান্তরের অংশ হিসেবে তৃতীয় দফার প্রথম দিনের যাত্রায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৭৭৮ রোহিঙ্গা।
শুক্রবার দুপুরে সেখানে পৌঁছায় তারা। নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার সকাল ৯টায় নৌবাহিনীর চারটি জাহাজে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাব সংলগ্ন ঘাঁট থেকে রোহিঙ্গারা রওনা হন।
নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, তিন হাজার রোহিঙ্গাদের মধ্যে ১৭৭৮ জনকে নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এছাড়া শনিবার সকালে বাকি ১২২২ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেবেন।
তারও আগে গত বৃহস্পতিবার বিকেলে উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাসযোগে পতেঙ্গা নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। এই ক্যাম্পে তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। আজ আরো এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। এ নিয়ে ভাসানচরে স্থানান্তরিত হয়েছে ৫ হাজার ২২৫ রোহিঙ্গা।



















