কক্সবাজারের মহেশখালীতে অটোরিকশায় চাপা পড়ে এক শিশু নিহত
- আপডেট সময় : ১২:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১০৮০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে অটোরিকশায় চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোরকঘাটা জনতা বাজার সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে।
নিহত জুঁই মনি মাইজ পাড়া গ্রামের মহিবুল্লার মেয়ে। আহতরা হলেন, মোনতাহা ও মনিশা আক্তার।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, মহেশখালীর গোরকঘাটা-জনতা বাজার সড়কে দক্ষিণ দিক থেকে বদরখালীগামী একটি বেপরোয়া গতির অটোরিকশা মাইজপাড়া দারুল কোরআন মাদরাসার সামনে সড়ক পারাপারের সময় তিন শিশুকে চাপা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জুই মারা যায়। অন্য দুজন আহত হয়েছে।
ওসি আরো জানান, নিহত এবং আহত শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে। গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। দুর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ও আহত নিহতদের আত্মীয় স্বজনরা দুর্ঘটনার প্রতিবাদে সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।



















