কটিয়াদীতে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের
কটিয়াদি প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পালোয়াঁন বজ্রপাতে আজিম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।আজিম পেশায় কৃষি কাজ করত।
নিহত আজিম কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পালং হাঁটি গ্রামের মোঃ এনামুল হকের ছেলে।
নিহত আজিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৮ জুন বিকাল ৩ টার সময় আজিম এলাকার সৌদুনা হাওরে গরু চড়াচ্ছিল, ঐ সময় হাওড়ে বৃষ্টিসহ প্রচন্ড বজ্রপাত হয়। নিহতের পরিবার সংবাদ মাধ্যম কে জানায় গতকাল বিকালে বজ্রপাত শেষে “আজিম” হাওর থেকে বাড়ি ফিরে আসে নাই, পরিবারের সদস্যরা গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত তাকে খুঁজতেছিল।
আজ শুক্রবার ৯ জুন সকালে এলাকার লোকজন হাওরে কাজ করতে গেলে একটি ফসল ক্ষেতের পাশে আজিমের মৃত দেহ পড়ে থাকতে দেখে পেয়ে আজিমের পারিবার কে খবর দিলে আজিমের পারিবারের সদস্যদরা ফসল ক্ষেতের পাশ থেকে নিহত আজিমের মৃত দেহ বাড়িতে নিয়ে আসে।
নিহত আজিমের পারিবারিক সূত্রে জানা গেছে নিহত আজিমের পিতা এনামুল চট্টগ্রামে শ্রমিকের কাজ করেন। এনামুলকে এই সংবাদ জানানো হয়েছে, তিনি চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিহতের পরিবার জানায় নিহতের পিতা এনামুল বাড়িতে আসার পর আজিমের লাশ দাফন করা হবে।