কটিয়াদিতে উদ্ধারকৃত সেই অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত
হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পাশের ধান ক্ষেতের জমি থেকে উদ্ধারের দশ ঘন্টার পর অজ্ঞাত যুবতীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ইমাম হোসেনের মেয়ে নুরুন্নাহার। যুবতীর স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।
পুলিশসূত্রে জানা যায়, নুরুন্নাহার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার একটি ছেলে শিশু সন্তান রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ সদরে অবস্থিত তার বোনের বাসায় আসেন। পরে তার সন্তানটিকে বোনের বাসায় রেখে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, ১৪ নভেম্বর (শনিবার) কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক তরুণীর (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন মাঠের পাশে একটি ধানক্ষেতে তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ দেখে স্থানীয়রা কেউ তাকে সনাক্ত করতে পারেননি। পরে পুলিশ এসে এ তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহত তরুণীর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরনে সালোয়ার কামিজ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে ধানখেতে লাশ ফেলে রেখে গেছে। মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৪৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৮৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৮৯১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন। ভারত সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে: পাকিস্তান করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জন। করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ হাজার ২৫৯ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৯৯ জন। আর মৃতের সংখ্যা ৪৪ হাজার ২৪৬ জন। সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে ভ৭বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৯৯ হাজার।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।