যুক্তরাজ্যে করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে বন্ধ করা প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের দুই তৃতীয়াংশ পরিশোধ করবে দেশটির সরকার। অর্থাৎ বন্ধ প্রতিষ্ঠানের কোনো কর্মীর বেতন ১০০ টাকা হলে সরকার পরিশোধ করবে প্রায় ৬৭ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক আগামী ৬ মাসের জন্য চাকরিজীবীদের সহায়তা প্যাকেজ চালু রাখার এ ঘোষণা দেন। এই প্যাকজেটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর এবং এটি বাস্তবায়নে প্রতি মাসে সরকারের অর্থ ব্যয় হবে বলেও জানান তিনি। তবে করোনা সংক্রমিত এলাকার নেতাদের মতে সরকারি এ সহায়তা পর্যাপ্ত নয়।
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
সংক্রমণ বাড়তে থাকা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মদের দোকান ও রেস্তোরাঁগুলো সোমবার (১২ অক্টোবর) থেকে বন্ধের আওতায় চলে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এক বিবৃতিতে বৃহত্তর ম্যানচেস্টার, নর্থ টাইন, শিফিল্ড ও লিভারপুলের মেয়ররা বলেছেন, আমরা এতে খুশি। কারণ, সরকার অন্তত শুনেছে এবং উপলব্ধি করতে পেরেছে যে নতুন করে কোনো কড়াকড়ি চাপিয়ে দিলে সেখানে যেন সরকার থেকে পর্যাপ্ত অর্থ সহায়তা দেয়া হয়।
তবে, যুক্তরাজ্য সরকারের এই উদ্যোগকে ‘শুরু’ হিসেবে আখ্যা দিয়ে মেয়ররা বলছেন, কর্মী ছাঁটাই ও ব্যবসায়িক লোকসান পুষিয়ে নেয়াসহ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় অবশ্যই আরও সহায়তা দরকার।