কাবুল বিমানবন্দরে ফের বিস্ফোরণ
- আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১১০৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে আবারো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।
ব্রিটিশ বিবিসি জানিয়েছে, রোববার বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি এই খবরে সঙ্গে শফি করিমি নামের স্থানীয় এক সাংবাদিক টুইট যুক্ত করেছে। টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, ‘বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।’ শফি করিমি একটি ভিডিওচিত্রও যুক্ত করেছেন। সেই ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
[irp]
















