কালাইয়ে বিষপানে ভ্যানচলকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
কালাইয়ে বিষপানে ভ্যানচলকের আত্মহত্যা
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১০ জুলাই) ২টায় উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহারা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম। নিহত আনোয়ার ওই এলাকার আব্দুল গফুর ছেলে।
সুত্র জানায়, সকালে ভ্যান নিয়ে বের হন আনোয়ার হোসেন। বাসায় ফিরে পানি পান করতে চাইলে পুত্রবধু পানি দিলে তা পান করেন। তখন তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিরাবের লোকজন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানাযায়নি।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিষপানে এক ভ্যানচালক আত্মহত্যার সংবাদ পেয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

















