DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাহিরপুরে কয়লা ব্যবসায়ীর নামে মামলা

DoinikAstha
আগস্ট ১৪, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাহিরপুরে কয়লা ব্যবসায়ীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ভয় ভীতি দেখিয়ে দরিদ্র পরিবারের ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জন সুমন পাল (৩৫) নামে এক কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন। অভিযুক্ত সুমন পাল উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের তেলীগাঁও(কৃষ্ণতলা) গ্রামের প্রয়াত ঝুনু পালের ছেলে ও কয়লা ব্যবসায়ী।

শনিবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার ডিউটি অফিসার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ জুন দুপুরে পানি সেবনের কথা বলে উপজেলার তেলীগাঁও (কৃষ্ণতলা) গ্রামের সুমন পাল একই গ্রামের দরিদ্র সবজি বিক্রেতার ঘরে প্রবেশ করে। প্রতিদিনের ন্যায় সবজি বিক্রেতার স্ত্রী ঝি এর কাজ করতে বাহিওে গেলে ফাঁকা বাড়িতে ওই দম্পতির কিশোরীকে কন্যাকে জোর পুর্বক ধর্ষণ করেন সুমন।

এরপর গ্রাম ছাড়া করা, লোক সমাজে ফাঁসিয়ে দেবার কথা বলে মুখ না খুলতে ভয়-ভীতি দেথিয়ে চলে আসেন সুমন। পরবর্তীতে যখনই ফাঁকা বাড়ি[ থাকে তখনই ওই কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে সুমন একাধিকবার ধর্ষণ করেন। এদিকে বার বার ধর্ষণের কারনে শারিরীক পরিবর্তন দেখা দিলে ওই কিশোরী প্রতিবেশী বাড়ির ব্যবসায়ী দুই সন্তানের জনক সুমন পাল তাকে জোর পূর্বক ধর্ষণ করার বিষয়টি পরিবারের অভিভাবক ও গ্রাম্য সালিসীগণকে অবহিত করেন।

সম্প্রতি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা নিতে গেলে ওই কিশোরী দুই মাসের অন্ত:সও¦া হওয়ার বিষয়টি কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। অভিযুক্ত সুমন পালের বড় ভাই কয়লা ব্যবসায়ী মহান্ত পাল বললেন, বিষয়টি সামাজিক ভাবে নিষ্পওির চেষ্টা করছি, মামলা হওয়ার বিষয়টি আমার জানা নেই, আমার ছোট ভাই ব্যবসার কাজে বাহিরে রয়েছে সে বাড়ি আসলে বিষয়টি নিয়ে সামাজিকভাবে বসে পুন:রায় নিষ্পওির চেষ্টা করব।

আরো পড়ুন :  খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]