DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চার দলের খেলোয়াড়দের নাম ঘোষণা

Habibur Rahman Monna
অক্টোবর ১৭, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না।। 

১৫ তম কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী চার দলের খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় মিডিয়া দল, স্থানীয় মিডিয়া দল, ইয়ূথ মিডিয়া দল ও মিক্সড মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়।

খেলোয়াড়দের নাম ঘোষনা পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস,  কুমিল্লা প্রেসক্লাবের সদস্য শহীদুল্লাহ, দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুল জলিল, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাজী টিভির কুমিল্লা প্রতিনিধি গাজী সেলিম মুন্সী, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতু, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানে জাতীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন কুমিল্লা নিউজ এর সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল হক বাবু, স্থানীয় মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন আলোকিত কুমিল্লার সম্পাদক ও রুপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন, ইয়ুথ মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, মিক্স মিডিয়া দলের খেলোয়ারদের নাম ঘোষণা করেন ম্যাক নিউজ এর সম্পাদক  রকিবুল ইসলাম ম্যাক রানা।

পরে কুমিল্লা ঈদগাহ মাঠে প্র্যাকটিস ম্যাচের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামী ২৮ ও ২৯ শে অক্টোবর কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

অনুষ্ঠিতব্য এই খেলায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মরত প্রায় ১৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করবেন।

এছাড়াও শীঘ্রই কুমিল্লার ১৬ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আরো একটি খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজক কমিটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪