সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মুরাদনগর উপজেলাধীন ৫ নং পুর্বধৈর পশ্চিম ইউনিয়নের নৈরপাড় গ্রামে আগুনে একটি ঔষধের ফার্মেসি সহ ৪ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন ২১ মার্চ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে তারাবী নামাজ শেষে আমরা দোকানগুলোতে আগুন দেখতে পাই। আমরা ও স্থানীয় সকলে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরবর্তীতে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার পুর্বেই সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকানগুলোর সত্ত্বাধিকারী ও উদ্দোক্তা মো এমরান হোসেন অশ্রুসিক্ত নয়নে বলেন বিগত ১০ বছর আগে পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছুটে আমার সকল সামর্থ দিয়ে বাড়ির পাশে প্রথমে ফার্মেসী গড়ে তুলি। পরবর্তীতে আমার পাশে একটি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি সেলুন প্রতিষ্ঠিত হয়। প্রতিদিনকার মতো আমি তারাবি নামাজ পড়ে বাড়িতে চলে আসি। কিছুসময় পরে আমি আগুন আগুন চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে দেখি আমার ১০ বছরের স্বপ্ন ও উপার্জনের সম্বল দোকান আগুনে পুড়ছে। এতে করে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়। একমাত্র সম্বল ফার্মেসি আগুনে পুড়ে আমি এখন নিঃস্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সদয় দৃষ্টি কামনা করছি।
এলাকাবাসী বলেন এমরান হোসেন খুবই ভালো মনের একজন পল্লী চিকিৎসক। তার সদাচরণ ও সুচিকিৎসা সর্বজন স্বীকৃত। একমাত্র সম্বল দোকান হারিয়ে এখন তিনি পাগলপ্রায়। মাননীয় এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের সহযোগীতায় ভুক্তভোগী পরিবারগুলো বেচে যেতে পারে।।