DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আরো ৩ আসামী আটক

Astha Desk
মে ৭, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আরো ৩ আসামী আটক

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার ৭ দিন পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চারজন কে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব-১১।

রবিবার (৭মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১এর লেঃ কর্ণেল অধিনায়ক মোঃ তানভীর মাহমুদ পাশা।

 

এ ব্যাপারে ৯ আসামির মধ্যে ৩ জন গ্রেফতার।
আটককৃতরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দির এলাকায় খোরশিদ মিয়া ছেলে মো.ইসমাইল।একই উপজেলার মনাইরকান্দি এলাকার মো. আক্তার হোসেন শিকদারের ছেলে সোহেল শিকাদার, দাউদকান্দি উপজেলা গোপচর এলাকার মৃত বজলুল রহমানের ছেলে শাহ আলম( পা কাটা আলম)।

তাদের কে সংবাদ সম্মেলনের পরে থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।র‌্যাব আরো জানান বাকি আসামিদের ধরার প্রক্রিয়া চলছে, বাকি আসামিরা সবাই দেশের বাহিরে পলাতক রয়েছে।

 

উল্লেখ্য, ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসা থেকে বের হয়ে নামাজে যাচ্ছিলেন জামাল হোসেন। এ সময় বোরকা পরা অবস্থায় তিনজন এসে বাজারের সবার সামনে জামালকে এলোপাতাড়ি গুলি করে দৌড়ে পালিয়ে যান। জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়েন। এমন সময় স্থানীয়রা এসে জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মঙ্গলবার (২ মে) রাতে নিহতের স্ত্রী পপি বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং ৮ জনকে অজ্ঞাত আসামি করে মোট ১৭ জনের নামে মামলা দায়ের করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮