কুলিয়ারচরে মিছিলে গুলি, নিহত-২
আস্থা ডেস্কঃ
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে দুইজন নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির ডাকে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন এ ঘটনা ঘটেছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়সুতি বাসস্ট্যান্ডে বিএনপির অবরোধ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছে।
নিহতরা হলো ছয়সুতি ইউনিয়নের কাওসারের ছেলে ছাত্রদল নেতা সেফায়েত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।
ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রোকন উদ্দীন বলেন, হাসপাতালে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার নাম রেফায়েত উল্লাহ (২০)। তার বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়ন বড় ছয়সূতী গ্রামে।
কুলিয়ারচর থানার ওসি মোঃ গোলাম মোস্তফা বলেন, বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশকে মারতে আসলে পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে দুজন নিহত হওয়ার খবর শুনেছি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কীভাবে ওই যুবক নিহত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে বলা যাবে।