কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন ও ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অগ্নিকান্ডে নিরাপত্তা, সড়ক নিরাপত্তা ও জরুরী উদ্ধার পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা ও সিপিআর (কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ও সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত স্বপন প্রশিক্ষণ প্রদান করে।
এসময় অন্যান্যের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, সহ-সভাপতি কাজী নকীব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জেট প্রমুখ উপস্থিত ছিলেন। শতাধিক প্রশিক্ষনার্থী এতে অংশ গ্রহণ করে।