শিরোনাম:
কেরাণীগঞ্জ পরিচ্ছন্ন দেশ গড়তে প্রতিনিয়ত কাজ করছে বিডি ক্লিন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
পরিচ্ছন্ন দেশ গড়তে প্রতিনিয়ত কাজ করছে বিডি ক্লিন কেরাণীগঞ্জ শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনাদের এই প্রত্যাশা নিয়ে প্রতিনিয়ত কাজ করছে বিডি ক্লিন।
গত ১১ ডিসেম্বর ২০২০ অন্যান্য জেলা ও উপজেলার সাথে বিডি ক্লিন যাত্রা শুরু করে কেরাণীগঞ্জে। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগান নিয়ে প্রতি শুক্রবার তারা তাদের পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৫ই মার্চ বিডি ক্লিন কেরাণীগঞ্জ টিম তাদের ১০ম পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে পরিচালনা করে রামেরকান্দা ইস্পাহানি কলেজ এলাকায়।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়ক হোসাইন মোহাম্মদ আরফিন, সহ সমন্বয়ক সামির ইফতেখার, সমন্বয়ক আইটি এণ্ড মিডিয়া তামান্না ইসলাম, সহ সমন্বয়ক আইটি এণ্ড মিডিয়া মিজানুর রহমান তাসিব, ওয়েলকাম মনিটর সাজ্জাদ হোসেন আজিম, হেড অব লজিস্টিক মোহাম্মদ জিম, লজিস্টিক মনিটর জুলফিকার সানি, টিম মনিটর মোঃ শিহাব উদ্দিন, কাজী সাকিব হাসান, মোহাম্মদ আলামিন, ইসমাইল হোসেন তারিফ, শাওন আহমেদ সহ বিডি ক্লিনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দল-মত নির্বিশেষে সবার মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও জীবাণু মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন কেরানীগঞ্জের লক্ষ্য ।

















