শিরোনাম:
কোটালীপাড়ায় পাচিং উৎসবের উদ্ধোধন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
কোটালীপাড়া প্রতিনিধি :মো হোসেন আলী:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফসলের জমি থেকে ক্ষতিকর পোকামাকড় নিধনে পাচিং উৎসবের উদ্ধোধন করা হয়েছে । আজ সোমবার উপজেলার দেবগ্রামে এর উদ্ধোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ শাখার উপ-পরিচালক কৃষিবিদ ডা: অরবৃন্দ কুমার রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষক আব্দুর কাদের সরদার, কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার কৃত্তিবাস পান্ডে সহ অন্যরা।
গোপালগঞ্জ শাখার উপ-পরিচালক কৃষিবিদ ডা: অরবৃন্দ কুমার রায় বলেন ,জমির ফসল সংরক্ষনে পাচিং পদ্ধতি খুবই উপরকারী। এই পদ্ধতিতে জমিতে কয়েকটি খুঁটি পুতে রাখা হয় এবং পাখিরা এসে ওই খুঁটির উপরে বসে ক্ষতিকর পোকাঁমাকড় খেয়ে ফেলে ফসলকে সুরক্ষিত রাখে । কীটনাশক কম পরিমানে ব্যাবহার করে এই প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করলে ফসলর গুনগত মানও অনেক ভালো থাকে।
পরবর্তীতে কৃষক মাঠ স্কুলে কৃষকদের পাচিং বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।

















