আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যান হোসে রেল ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে রেলকর্মীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশকয়েকজন। খবর বিবিসি।
বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটি (ভিটিএ) পরিচালিত রেল ইয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।ঘটনার পর থেকে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় দুপুর পর্যন্ত বন্ধ থাকে রেল যোগাযোগ।
রেল কর্মকর্তারা জানান, ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। সান হোসের মেয়র স্যাম লিকার্ডো জানান, হাসপাতালে নেওয়ার পথে আহতদের একজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “আমাদের শহরের জন্য এটি ছিল ভয়ংকর এক দিন। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য হবে।”
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, “স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছি।”
সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়ের ডেপুটি রাসেল ডেভিস জানান, সন্দেহভাজন ব্যক্তি ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারী ছিলেন। তিনি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
এদিকে পুলিশ ট্রানজিট ভবনের অভ্যন্তরে বিস্ফোরক ডিভাইস সম্পর্কেও তথ্য পাওয়া গেছে এবং বোমা স্কোয়াড এর তদন্ত করছে বলে জানান রাসেল ডেভিস।
এদিকে নিরাপত্তাবাহিনী কর্মীরা জানান, হামলার সময় রেলকর্মীদের বৈঠক চলছিল। হামলার ঠিক আগমুহূর্তে এক রেলকর্মীর ঘরে আগুন লাগে। বন্দুকধারী পূর্বপরিকল্পনা অনুযায়ী এই আগুন লাগিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তবে হামলাকারী কেন এ ঘটনা ঘটালেন, এর আগে কোনো সহিংসতায় জড়িত ছিলেন কি না বা নজরদারিতে ছিলেন কি না, তা জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।