DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসার সম্মেলন ও শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

Astha Desk
জুলাই ১২, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসার সম্মেলন ও শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে ক্বওমি মাদ্রাসার মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই/২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি টাউন হলে এ সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্বওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খান নদভী হাফি।

খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালিত সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আলেমেদ্বীন আল্লামা মাহফুজুল হক দাঃ বাঃ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গওহরপুরি রহ. এর সাহেবজাদা বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, পরিদর্শক মুফতি আব্দুল ওয়াহ্হাব, প্রকাশণা বিভাগীয় সহকারী প্রধান মাওলানা মুফতি নাঈম উদ্দিন প্রমূখ।

এসময় বক্তাগণ বলেন, ক্বওমি মাদ্রাসা হলো এজাতীর ঈমান ও আমলের পাহাড়াদার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ক্বওমি মাদ্রাসা ও ক্বওমি ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। পার্বত্য অঞ্চলে ইসলামী তাহযিব তামাদ্দুন, শিক্ষা ও সাংস্কৃতি প্রচার প্রসার ও খৃষ্টান মিশনারীসহ দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ক্বওমি মাদ্রাসা ও ক্বওমি ওলামায়ে কেরাম।

খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, আলেমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তির কাছে মাথা নত করতে হবেনা। ঐক্যবদ্ধ ভাবে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান উপস্থিত দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা নুর হোসাইনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, আইম্মায়ে মাসাজিদগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ওলামায়ে কেরামগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]