DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা

Astha Desk
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও SEIP প্রকল্প অর্থ বিভাগ মন্ত্রণালয় এর আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, SEIP এর নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা।

আরও উপস্থিত ছিলেন, SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক আছমা আরা বেগম, SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক, খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে বাংলাদেশ তেমন সমৃদ্ধ নয়। তাই বাংলাদেশের এ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে কিভাবে কাজে লাগিয়ে জন শক্তিতে রুপান্তর করা যায় বিষয়টির উপর গুরুত্ব দেন। এবং নারী পুরুষ বৈষম্য, বিভাজন না করে এক সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পরে এবং তাদের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি বলে মনে করেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬