খাগড়াছড়িতে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ জুলাই সন্ধ্যায় এ সভা অনুষ্টিত হয়।
কেন্দ্রীয় সংগঠক মোঃ হারিচুর রহমান রনি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক অ্যাডভোকেট মনজিলা জুমা, জাতীয় যুবশক্তির যুগ্ম-সদস্য সচিব রাদিথ বিন জামান।
এসময় বক্তারা যুব সমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় হওয়ার উপর গুরুত্বারোপ করেন বলেন, “খাগড়াছড়ির মতো অঞ্চলে রাজনৈতিক সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। তরুণদের রাজনীতিতে যুক্ত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখা উচিত।”
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।