খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১১৩৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময় সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার(১৫ জুন) সকাল ৯টার দিকে জেলা শহরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসা ও এতিম খানা অডিটোরিয়ামে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি সংসদীয় আসনের মনোনীত প্রাথী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির সেক্রেটারি মিনহাজুর রহমান, সদর উপজেলা আমীর ইলিয়াস হোসেন প্রমূখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনমত তৈরীতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করে এ্যাড. এয়াকুব আলী চৌধুরী বলেন, দীর্ঘদিন নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত না হওয়ায় দেশের মানুষের অধিকার প্রতিষ্টিত হয়নি। অপরদিকে বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নির্মাণে যোগ্য নেতৃত্ব বের করে আনার নির্বাচন অন্যতম মাধ্যম।










