খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অরুনিমা কমিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ পরিচালিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান।
এ সময় প্রধান অতিথি বলেন, ২৪-এর বিপ্লবে প্রায় দেড় হাজারেরও অধিক ছাত্র-জনতা শহীদ হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদীর হাতে এদেশ তুলে দিতে চাই না।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।