খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জামায়েত ইসলামী
- আপডেট সময় : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১০৪০ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জামায়েত ইসলামী
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী দপ্তর, খাগড়াছড়ি জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির আমির অধ্যাপক আব্দুল মোমিন এর নেতৃত্বে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খাগড়াছড়ি পৌর শহর প্রদক্ষিণ করে। এসময় জেলার ৯টি উপজেলার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খাগড়াছড়ি পৌর শহর প্রদক্ষিণ করে।
পরে সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল এ মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবং জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও অসহায় পরিবারের মাঝে বিশেষ খাবার পরিবেশন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।










