DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই মে ২০২৫
ঢাকাসোমবার ৫ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

Astha Desk
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত

 

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর যৌথ উদ্যোগে সংশোধিত চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সাংবাদিকদের পেশাগত মান-মর্যাদা সুরক্ষার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব এর সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এই সভায় সাম্প্রতিক সময়ের নানা ঘটনা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দাপ্তরিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের ওপর চলমান এই মানসিক চাপ ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে সত্যনিষ্ঠ সংবাদ প্রচার অব্যাহত রাখা হবে। পাশাপাশি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় আরও উল্লেখ করা হয় যে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের সহনশীলতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলে তা আইনগতভাবে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও স্বাধীন গণমাধ্যম সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সংবাদ প্রচারে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা চাপ প্রয়োগ করা হলে, সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

আরো পড়ুন :  সন্তানকে মিথ্যা আশ্বাস না দিলেই সন্তান আপনাকে অনুসরণ করবে: অধ্যক্ষ মু. কামরুল হাসান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, পেশাগত মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালন করার অনুরোধ জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১