খাগড়াছড়ি সদর জোনের উদ্যেগে মানবিক সহায়তা প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়িতে ১৮০ জন হতদরিদ্র পরিবারেরকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যেগে খাগড়াছড়ি সদর জোন এর ব্যবস্থাপনায় আজ বুধবার সকালে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল ,১ কেজি আলু ,১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ৫শ গ্রাম চিনি, ৫শ গ্রাম লবন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল তৈফিকুল বারি।
সদর জোন কমান্ডার জানান, করোনা মহামারির শুরু থেকে দেশের সংকটময় মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী জনগনের সেবায় সব সময় এসব মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।