DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে গাঁজা ও মাদক সেবনের দায়ে আটক দুই, ১ বছরের কারাদণ্ড

Astha Desk
মার্চ ১৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে গাঁজা ও মাদক সেবনের দায়ে আটক দুই, ১ বছরের কারাদণ্ড

 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির দায় মোঃ জহিরুল ইসলাম নামক এক ব্যাক্তিকে ১ বছরের কারাদন্ড ও অর্থ দন্ড এবং এলকোহল পান করার দায়ে আরেক জনকে ৪ দিনের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। আজ সোমবার (১৩ মার্চ/২৩)ইং সকালের দিকে সদর উপজেলার সবুজবাগ এলাকায় খাগড়াছড়ি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মোবাইল কোট অভিযান চালিয়ে দুই ব্যাক্তিকে আটক করে অর্থ দন্ড ও কারাদন্ডে দন্ডিত করেন খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন।

 

মোবাইল কোটের অভিযানকালে মোঃ জহিরুল ইসলামকে ১শ গ্রাম গাজাঁসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৯ (১) ধারার গ দফা লঙ্গন করে মাদকদ্রব্য ধারণ ও বিক্রয়ের অপরাধে তাকে ১ বছরের কারাদন্ড ও অর্থ দন্ড করা হয়েছে এছাড়া নাম প্রকাশ না করার শর্তে অপর এক ব্যাক্তিকে এলকোহল ( মদ) পান করে বিশৃঙ্গলা সৃষ্টির অপরাদে ৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং অবৈধ ভাবে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে তাদের প্রতি আইনি ব্যাবস্থা নেয়া হযেছে । তিনি আরো বলেন এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]