খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে মাইনী সেতু
- আপডেট সময় : ০৪:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে মাইনী সেতু
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে জরাজির্ণ মাইনি সেতু। আজ মঙ্গলবার (৭মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মাইনি ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার পড়ে দীঘিনালা থানা বাজারের নতুন ব্রিজের সড়ক হয়ে বড়াদমের বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করছে।
তরুণ জ্যোতি চাকমা বলেন, সকালে পাথর বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হচ্ছি। এ সময় সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এখন যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সহিদুজামান, সুপার পুলিশ মোঃ নাইমুল হক।
সেনাবাহিনীর ২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মোঃ মঈনুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাক মাইনি সেতুতে উঠলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ে। ট্রাকটি খাগড়াছড়ি থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে।










