খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো: নুরুল ইসলাম নামক এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(০৬ মে ২৩ইং) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পাহাড় কর্তনের অপরাধে উক্ত অর্থদন্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে খাগড়াছড়ি সদর থানার পুলিশ সদস্যরা ও স্থানীয় কাউন্সিলর মোঃ রেজাউল উপস্থিত ছিলেন।