DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির জেলা প্রশাসকের বিরুদ্ধে এসএ টিভির ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

News Editor
জুন ২৮, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির জেলা প্রশাসকের বিরুদ্ধে এসএ টিভির ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে জড়িয়ে বে-সরকারি টিভি চ্যানেল এসএ টেলিভিশনের অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অনুষ্টিত হয়েছে। আজ সোমবার (২৮জুন) সকাল ১১টায় জেলা সদরের শাপলা চত্বরে সচেতন খাগড়াছড়িবাসীর ব্যনারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।

মোঃ মেহেদি হাসানের পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন, জাগো সংগঠন খাগড়াছড়ির সভাপতি নয়ন বড়ুয়া, খাগড়াছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জনাব মোঃ আবু তাহের, খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক জনাব রনজিৎ দে, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ খাগড়াছড়ির সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নূর, এডভোকেট হেমন্ত ত্রিপুরা, আয়োজক কমিটির সমন্বয়ক মোঃ শাহাদাৎ হোসেন কায়েস, প্রধান আয়োজক মোঃ নাজিম উদ্দিন।

খাগড়াছড়ি জেলাবাসীর কাছে মানবিক জেলা প্রশাসক খ্যাত প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে এসএ পরিবহন মালিকানাধীন, বে-সরকারি স্যাটেলাইট চ্যানল এসএ টিভি ভুল, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বক্তাগন বলেন, অতিদ্রুত জেলা প্রশাসককে কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাহলে ভবিষ্যতে আরো কঠোর থেকে কঠোরতর কমর্সূচির হাতে নিতে বাধ্য হবো। প্রসঙ্গত, গত ২৬শে জুন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে জড়িয়ে এস,এ টিভিতে সংবাদ প্রকাশ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০