খানসামায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
- আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১০৬১ বার পড়া হয়েছে
খানসামায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
চৌধুরী নুপুর নাহার তাজ/দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মনজুরুল হকের সঞ্চালিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভুমি কমিশনার এসিল্যান্ড মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা থানার ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা আহম্মেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা ও সাংবাদিকবৃন্দ ।
[irp]


















