খুলনায় ৩২টি সোনার বার সহ দুইজন সোনা পাচারকারীকে আটক
- আপডেট সময় : ০৪:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
খুলনায় দুইজন সোনা পাচারকারীকে আটক করেছে র্যাব। তাদের কোমরের বেল্ট থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক দুই কোটি টাকা। রোববার বিকেলে ঢাকা থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার শামীম হোসেন এবং যশোরের হুমায়ুন কবির মিরাজ।র্যাব-৬ এর খুলনা সদরদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহবুব-উল-আলম।
তিনি জানান, সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাসে করে বিপুল পরিমাণ সোনা শনিবার রাতে ঢাকা থেকে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা নেয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-যশোর মহাসড়কের যুব উন্নয়ন অধিদফতরের সামনে চেকপোস্ট স্থাপন করে র্যাব।
রাত সাড়ে ৪টার দিকে বাসটি চেকপোস্টে থামানো হলে কৌশলে দুই যাত্রী পালানোর চেষ্টা করে। ওই সময় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে দুইজনের কোমরের বেল্টে লুকানো ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক দুই কোটি টাকা।
এএসপি মাহবুব জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।



















