খোকন সমর্থকদের উপর পদ বঞ্চিতদের হামলা
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী আদালতে জামিন নিতে এসে বিপাকে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। তার সমর্থকদের উপর হয়েছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলা।
অন্যদিকে নরসিংদী জেলা ছাত্র দলের কমিটিতে পদ বঞ্চিত নেতা-কর্মীদের পদ দিতে ও আংশিক কমিটি বাতিল করে পূর্নাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ছাত্র দলের ত্যাগী ও পদ বঞ্চিত নেতা-কর্মীরা। রবিবার দুপুর ১২টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন, ছাত্রদল নেতা মাইদুল ইসলাম নিহাদ, ফাহিম রাজ অভি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ বঞ্চিত নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের বিরুদ্ধে কথা বলায় ত্যাগি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় করা মামলায় খোকনের জামিন বাতিলের আবেদন জানান ও অবিলম্বে পদ বঞ্চিত নেতা-কর্মীদের জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করে বরাবরের মত বিএনপির আন্দোলন সংগ্রামে অবদান রাখার আহবান জানান।
এ সময় পদ বঞ্চিত নেতা-কর্মীদের করা মামলায় খায়রুল কবির খোকন হাজিরা দিতে নরসিংদী জেলা জজ আদালতে আসলে উত্তেজিত নেতা-কর্মীরা খোকনের সমর্থকদের উপর হামলা চালায়। পরে তার খোকন তার ব্যাক্তিগত গাড়ি রেখে অন্য একটি প্রাইভেট কারে করে চলে যান।