গণবিক্ষোভের মুখে কিরগিজিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- আপডেট সময় : ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১০৪৯ বার পড়া হয়েছে
কিরগিজিস্তানের বিরোধী দলের ব্যাপক সহিংস বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বরোনভ পদত্যাগ করেছেন। বিরোধীরা মঙ্গলবার বিক্ষোভের একপর্যায়ে জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধান নিরাপত্তা ভবন দখল করে নেয় এবং নির্বাচন কমিশনকে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ফল বাতিল করতে বাধ্য করে। খবর বিবিসির।
এ অবস্থা প্রধানমন্ত্রী কুবাতবেক ক্ষমতা থেকে সরে দাঁড়ান। সংসদের পক্ষ থেকে বিরোধী রাজনীতিক সাদির ঝাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
শাশুড়িকে জিম্মি করে শতকোটি টাকা আত্মসাৎ আ’লীগ নেতার
এর আগে রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। তারা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে। ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ আত্মগোপনে চলে গেছেন।
সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে বিরোধীরা সাবেক প্রেসিডেন্ট আলমাসবেক আতামবায়েভকে কারাগার থেকে মুক্ত করে আনে।
বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাইয়ের সঙ্গে মতদ্বন্দ্বতা সৃষ্টি হলে দুর্নীতির অভিযোগে তাকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল।