DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গরুর অভাবে প্রায় ১৫ বছর ধরে ঘানি টানছেন বৃদ্ধ দম্পতি

News Editor
নভেম্বর ৯, ২০২০ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের জাকির হোসেন (৭০) ও রাবেয়া খাতুন (৬৫) বৃদ্ধ দম্পতি একটি গরুর অভাবে প্রায় ১৫ বছর ধরে তেলের ঘানি টেনে চলেছেন। অর্থাভাবে গরু কেনার সামর্থ না থাকায় তাদের তেলের ঘানি টেনেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সারাদিন ঘাটি টেনে ৩ লিটার তেল তৈরি হয়। এ তেল ও খৈল বিক্রি করে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা আয় হয় তাদের। গরুর অভাবে প্রায় ১৫ বছর ধরে ঘানি টানছেন বৃদ্ধ দম্পতি ।

এ দিয়েই তেলশূন্য মাটির প্রদীপের মতো ধীকি ধীকি চলছে তাদের তিনজনের টানাপোড়েনের সংসার। সঞ্চয় বলতে তার কিছুই নেই। অর্থাভাবে বিয়ে দিতে পারছে না ছোট মেয়ে খুশিকে।

বিএনপির সংস্কৃতি ষড়যন্ত্র আর মিথ্যাচার: ওবায়দুল কাদের

সোমবার প্রত্যন্ত গ্রাম মাদারজানি গিয়ে দেখা যায়, জাকির হোসেন ও তার স্ত্রী রাবেয়া খাতুন ঘানি টেনে সরিষা মাড়াই করে তেল বের করছেন।

সগিরা হত্যা: ভাশুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ নভেম্বর

এ বিষয়ে বৃদ্ধ জাকির হোসেন বলেন, অভাবের সংসার। গরু কেনার সমর্থ নাই। তাই জীবিকার তাগিদে ১৫ বছর ধরে এ ঘানি টানছি। তিনি আরো বলেন, আগে একটি গরু ছিল। তা দিয়ে ঘানি টেনে সংসার ভালই চলছিল। ১৫ বছর আগে ওই ঘানি টানা গরুটি বিক্রি করে বড় মেয়ে সোহাগী খাতুনকে বিয়ে দিয়েছি। এরপর আর গরু কেনার পয়সা জোটেনি। ফলে দীর্ঘ বছর ধরে স্বামী-স্ত্রী মিলে ঘানি টেনে সংসার চালাচ্ছি।

শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, সিদ্ধান্ত দুই-একদিনের মধ্যেই

তিনি বলেন, সারাদিনে ১০ কেজি সরিষার ঘানি টেনে ৩ কেজি তেল বের হয়। ওই তেল বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে চাল-ডাল কিনে বাড়ি ফিরি। ফলে ছোট মেয়ের পড়ালেখার খরচ দিতেই হিমশিম খেতে হয়। তাই মেয়েটাকে বিয়েও দিতে পারছি না।

প্রতিবেশীর লাথিতে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, বিষয়টি জানতে পেরে ইতোমধ্যেই ওই দম্পতিকে একটি বলদ গরু কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি অচিরেই তা হস্তান্তর করা সম্ভব হবে।

ওসি শাহাদাত হোসেন পাংশা থানায় যোগদানের পর আস্থা ফিরছে জনগনের

সোমবার প্রত্যন্ত গ্রাম মাদারজানি গিয়ে দেখা যায়, জাকির হোসেন ও তার স্ত্রী রাবেয়া খাতুন ঘানি টেনে সরিষা মাড়াই করে তেল বের করছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬