গাইবান্ধা জেলার উন্নয়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১০৩৭ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার উন্নয়নে মতবিনিময় সভা
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার উন্নয়নে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার ( ১৭ মে) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, সাংবাদিক প্রমুখ।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাসহ জেলাকে কি ভাবে আগামীতে উন্নয়নে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে মতামত গ্রহন করা হয়। এ সময় জেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে।


















