গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১০৩৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মো: আতিকুর রহমান আতিক মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের (চক গোবিন্দ) গোহাটি পাড়ায়৩ আগষ্ট মঙ্গলবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত লিটন ৪ নং ওয়ার্ডের চক গোবিন্দ মহল্লার মংলুর ছেলে। তিনি নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ।
নিহত লিটনের ভাতিজা শাহারুল হোদা রিপন জানান, তিনি বিদ্যুতের মেইন লাইন বন্ধ না করেই নিজ ঘরে বাল্ব পরিবর্তন করছিলেন। সেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে দীর্ঘক্ষণ ঝুঁলে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা: মাহিদুল ইসলাম শামীম “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।”
[irp]



















