গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ
গাইবান্ধার পলাশবাড়ী থানা যুবদলের পদ না পেয়ে অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বুধবার বিকেলে পৌর এলাকার দক্ষিন বন্দর এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে। জানা যায়, ১৬ মার্চ মঙ্গলবার সারাদেশের ২০ টি ইউনিটের মধ্যে পলাশবাড়ী থানা ও পৌর যুবদলের কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। উক্ত কমিটিতে পদ বঞ্চিত বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা অস্থায়ী অফিস হিসাবে ব্যবহৃত জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের পলাশবাড়ীস্থ বাসায় আগুন ধরিয়ে দেয়।
এবিষয়ে থানা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ জানান, যুবদলের পদ বঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ীতে দলটির নেতাকর্মীদের মাঝে টানটান উত্তেজনা ও সর্বস্তরের মানুষের মাঝে আতংঙ্ক সহ নানা জল্পনা কল্পনা বিরাজ করছে। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবদলের পদবঞ্চিতরা এ ঘটনাটি ঘটিয়েছ , অপ্রতিকার ঘটনা এড়াতে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে হামলা মামলার স্বীকার হয়েছে ও পরিবার ছেড়ে রাতের পর রাত পালিয়ে বেড়াতে হয়েছে সেই যুবদলের ত্যাগী নেতৃবৃন্দ এই কমিটিতে পদ বঞ্চিত হয়েছেন । তারা পূর্নরায় কমিটি গঠনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।