গাইবান্ধার ফুলছড়িতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত
- আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার ফুলছড়িতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লাল মিয়া নামে একজন নিহত হয়েছে। নিহত লাল মিয়া ফজলুপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত বাহাজ উদ্দিন সরকারের ছেলে ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি ফজলুপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম হতে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টারে আসার সময় তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরবর্তীতে এলাকাবাসী তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত লাল মিয়া সরকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ প্রমানিক। এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনার বিষয়টি শুনেছি, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে তৎপর রয়েছি।

















