DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাদুল্যাপুরে বোমা-ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

DoinikAstha
জুলাই ২৫, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

গাইবান্ধার সাদুল্যাপুরে বোমা-ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে  :

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরে পোস্ট অফিস সংলগ্ন বিজিবির সাবেক সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে ২৫ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো দুটি পেট্রল বোমা ও তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বাসার মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো ব্যাগ দেখতে পাই। পলিথিনের মধ্যে দুটি বোতল দেখে সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, বোতল দুটিতে পেট্রল ছিল না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে পেঁচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তু ছিল পলিথিনে। উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। এগুলো বোমা বা বিস্ফোরক জাতীয় কোন দ্রব্য কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

 

 

 

আরো পড়ুন :  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]