গাইবান্ধায় অটোরিকশার সাথে ভটভটি সংঘর্ষে একজন নিহত
- আপডেট সময় : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় অটোরিকশার সাথে ভটভটি সংঘর্ষে একজন নিহত
মফস্বল ডেস্ক :
গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে ইউনুস আলী (৫০) নামে এক অটো যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) দুপুরে পলাশবাড়ী- ঘোড়াঘাট সড়কের শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়াঘাট থেকে আসা মাছবাহী একটি শ্যালোইঞ্জিন চালিত ভটভটি গাড়ী পলাশবাড়ীর কালিবাড়ী হাটে আসছিল।
পথিমধ্যে শিমুলিয়া বাজার এলাকায় মাছবাহী ভটভটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশার পিছনে ধাক্কা দেয়।
এতে অটোরিকশায় থাকা যাত্রী ইউনুস আলীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
[irp]



















