DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

DoinikAstha
জুলাই ৩, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

মফস্বল ডেস্ক :

গাইবান্ধায় টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় দেয়ালের নিচে চাপা পড়ে আইয়ুব আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

৩ জুলাই শনিবার সকালে এদুর্ঘটনা ঘটে । মৃত আইয়ুব আলী গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা সদরের টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন বিল্ডিং অপসারণের জন্য কাজ করছিলো নির্মাণ শ্রমিকরা। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই বিল্ডিংয়ের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নির্মাণ শ্রমিক আইয়ুব আলীর।

গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ দৈনিক আস্থাকে বলেন, আমি শুনেছি একজন শ্রমিক দেয়াল চাপায় পড়েছে তবে সে মারা গেছেন কিনা সেটা নিশ্চিত নই।

আরো পড়ুন :  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]