গাইবান্ধায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার চালু
শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে টেলি মেডিসিনের মাধ্যমে করোনা রোগীর ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে।
বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাব বগুড়া ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই হেল্প সেন্টার চালু করা হয়।
এই করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই হেল্প সেন্টার থেকে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ০১৭১১৮৭৫০২৮, ডা. শামসুজ্জোহা খন্দকার ০১৭১১০৬৬৩০১, ডা. আ.খ.ম আসাদুজ্জামান সাজু ০১৭১২২৮৮২৫১, ডা .তৈমুর রহমান ০১৮১৯৪৪৮৬৭২, ডা. নাইমুজ্জামান ০১৭৩০৩১৭৮২১ ব্যবস্থাপত্র প্রদান করবেন।
করোনা আক্রান্ত যে কোন রোগী উল্লেখিত ডাক্তারদের মোবাইল নম্বরে টেলি- মেডিসিনের মাধ্যমে ব্যবস্থাপত্র নিয়ে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে ডাক্তারের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ নিতে পারবেন।
জেলা হেল্প লাইনের জরুরী মোবাইল নং০১৭১২০৫৪২৫৫।
[irp