DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাছে ঝোলানো ব্যাগে ফুটফুটে নবজাতক

News Editor
অক্টোবর ৪, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে সড়কের পাশ থেকে গাছে ঝোলানো বাজারের ব্যাগ থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা তাকে সার্জিক্যাল ক্লি‌নি‌কে ভর্তি করে চিকিৎসা দিয়েছে। পরে নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গৃহবধূকে ধর্ষণ বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

রোববার বি‌কেল ৬টা দি‌কে উপ‌জেলার গোলখালী শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘের মালিক ইসরাইল গাজী, আবদুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল জানান, গোলখালী বিলে তাদের মাছের ঘের রয়েছে। রোববার বিকেলে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। শ্মশানঘাট থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছলে সড়কের পাশে গাছে বাজারের ব্যাগ ঝুলতে দেখেন। কৌতূহলবশত ভেতরে কী আছে, স্থানীয়দের সেটি দেখতে বলেন।

এ সময় তারা বাজারের ব্যাগ খুলে দেখতে পায় সদ্যভূমিষ্ঠ হওয়া এক নবজাতক ছেলেশিশু। এ সময় তারা তড়িঘড়ি করে নবজাতক শিশুকে সদরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন।

ওই ক্লিনিকের ডাক্তার শেখ মাসুদুর রহমান জানান, বর্তমানে শিশুটি সুস্থ র‌য়ে‌ছে। আমরা সব ধরনের চিকিৎসা দিয়েছি।

খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ক্লিনিকে উপস্থিত হয়ে নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি ব‌লেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভা‌গের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০