ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি Logo দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি

গায়ে হাত তুলেছেন রাজ, পরীমনির অভিযোগ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১২২৯ বার পড়া হয়েছে

একাধিকবার শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছেন পরীমনি, এমনটাই ফেসবুকে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। রবিবার বিকেলে ফেসবুক হ্যান্ডেলে দুজনের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এসব বলেন পরীমনি।

পরীমনি বলেন,  ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো।

যেন শতকোটিবার যা ইচ্ছা তা-ই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই এটা রিতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল। ’

গায়ে হাত তোলার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু।   কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছলে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। ’

দুজন পৃথক হয়ে যাবেন জানিয়ে লিখলেন, ‘রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম। ’

অনেক কথাই গোপন রাখছেন জানিয়ে পরীমনি বলেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার ওপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পরীমনি বলেন, ‘সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসাথে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে। ’

চলতি বছরের ১০ জানুয়ারি সন্তানসম্ভাবনা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরীমনি জানান, রাজকে তিনি গোপনে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি হয় গায়েহলুদের অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের আবার বিয়ে হয়। ১০ আগস্ট তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীর এটি তৃতীয় বিয়ে।

ট্যাগস :

গায়ে হাত তুলেছেন রাজ, পরীমনির অভিযোগ

আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

একাধিকবার শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছেন পরীমনি, এমনটাই ফেসবুকে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। রবিবার বিকেলে ফেসবুক হ্যান্ডেলে দুজনের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এসব বলেন পরীমনি।

পরীমনি বলেন,  ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো।

যেন শতকোটিবার যা ইচ্ছা তা-ই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই এটা রিতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল। ’

গায়ে হাত তোলার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু।   কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছলে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। ’

দুজন পৃথক হয়ে যাবেন জানিয়ে লিখলেন, ‘রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম। ’

অনেক কথাই গোপন রাখছেন জানিয়ে পরীমনি বলেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার ওপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পরীমনি বলেন, ‘সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসাথে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে। ’

চলতি বছরের ১০ জানুয়ারি সন্তানসম্ভাবনা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরীমনি জানান, রাজকে তিনি গোপনে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি হয় গায়েহলুদের অনুষ্ঠান এবং ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের আবার বিয়ে হয়। ১০ আগস্ট তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পরীর এটি তৃতীয় বিয়ে।