গুইমারাতে সরকারি ঘর পরিদর্শনে প্রকল্প পরিচালক
- আপডেট সময় : ০২:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১০৯১ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সারাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন অসহায় ও দুস্থ বিধবাদের মাঝে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ভূমিমন্ত্রনালয়ের সহযোগিতায় গুইমারা উপজেলায় ৩টি ইউনিয়নে বাস্তবায়িত ঘর সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক। আজ শুক্রবার (১২মার্চ) দিনব্যাপী উপজেলার গুইমারা, সিন্দুকছড়ি ও হাফছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গৃহহীনদের দেওয়া ঘর সরেজমিনে পরিদর্শন করেন ভূমি মন্ত্রনালয় জাতীয় প্রকল্প পরিচালক গুচ্ছগ্রাম ২য় পর্যায় ড. কে এম অলি উল্যা , সহকারী প্রকৌশলী এন এ নাজমুল হক, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাউ মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।
৩টি ইউনিয়নে গৃহহীনদের জন্য নির্মিতব্য ঘরগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টরা।



















