DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছ সিদ্ধান্তে নতুন মোড়, হঠাৎ স্থগিত জবির সিন্ডিকেট সভা‌

Astha Desk
এপ্রিল ৮, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছ সিদ্ধান্তে নতুন মোড়, হঠাৎ স্থগিত জবির সিন্ডিকেট সভা‌

 

জবি প্রতিনিধিঃ

 

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিজস্ব ভর্তি পদ্ধতির অন্যান্য বিষয়গুলো চূড়ান্ত হবার কথা ছিল। তবে আকস্মিকভাবেই স্থগিত করা হয়েছে সিন্ডিকেট সভাটি। স্থগিত করার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সিন্ডিকেটের অধিকাংশ সদস্য। এ নিয়ে তৈরী হয়েছে ধোয়াশা।

 

এর আগে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থায়পনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটিও গঠন করা হয়। সিন্ডিকেট সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো চূড়ান্ত হবার কথা ছিল।

 

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, একজন ডেপুটি রেজিস্ট্রার ফোন করে জানিয়েছেন সিন্ডিকেট সভা স্থগিতের কথা। তবে কারণ জানতে চাইলেও তিনি কিছু বলতে পারেননি।

 

একই কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের অপর একজন সিন্ডিকেট সদস্য ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

 

এ বিষয়ে জানতে চাইলে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে একাধিকার ফোন দেয়া হলেও তিনি ফোন কেটে দেন।

 

তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর বলেন, উপাচার্য তার ক্ষমতাবলে সভা স্থগিত করতে পারেন। তবে এভাবে সভা স্থগিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নির্ধারণ পিছিয়ে যাচ্ছে। এতে করে সেশনজট ও অন্যান্য জটিলতা বাড়তে পারে।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার পক্ষে মত দেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে হেনস্তার অভিযোগ উঠে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষকরা বিষয়টি অস্বীকার করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের আশঙ্কা ওই ঘটনার প্রেক্ষিতেই ভর্তি সংক্রান্ত চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছেন কেউ কেউ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০