গোপালগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মধুমতী নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু নাইম জানান, মধুমতী নদীর গোপালগঞ্জ সদর উপজেলার ইচাখালি এলাকায় পানিতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২০/২১ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।
বেড়ানোর কথা বলে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।