জান্নাতুল আমরিন,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে “হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান”ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ । ধর্ম অবমাননার কল্পিত অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাসহ সাম্প্রদায়িক সন্ত্রাস, শিক্ষার্থীদের গ্রেফতার-হয়রানি বন্ধের দাবিতে আজ শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত গোপালগঞ্জে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে “হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান “ঐক্য পরিষদের সদস্যবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ।তাদের মূল স্লোগান ছিলো ” সাম্প্রদায়িকতা রুখো-বীর বাঙালি জাগো”। সেখানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সিপ্রা বিশ্বাস,অনুরেখা বিশ্বাস, লতিফা বিশ্বাস,লিপিকা বিশ্বাস,বাবু মঙ্গল চন্দ্র বিশ্বাস,ডেবিট বৌদ্ধ্য,রবেন্দ্রনাথ সরকার প্রমুখ।
গত ০১ নভেম্বর কুমিল্লার মুরাদনগরে কুরবানপুর গ্রামে ধর্ম অবমাননার কল্পিত অভিযোগ তুলে হিন্দুধর্মাবলাম্বীদের বাড়ি ও মন্দিরে হামলা, অগ্নি সংযোগ ও অর্থ-মালামাল লুট করা হয়।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটুনির পর অস্ত্রসহ পুলিশে সোপর্দ
এছাড়া আরও কয়েকটি স্থানে একই হামলার ঘটনা পাওয়া যায়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’
গত বুধবার ঐক্য পরিষদের ঘোষনা অনুযায়ী, আজ ৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় শহরের মূল সড়কের সংযোগস্থলে গণঅবস্থান এবং বিক্ষোভ মিছিল করা হয়। গোপালগন্জ ছাড়াও ঢাকায় শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
” সংখ্যালঘু সুড়ক্ষা আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি সহ বিভিন্ন দাবীদাবা নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া আরও কয়েকটি স্থানে একই হামলার ঘটনা পাওয়া যায়।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’
গত বুধবার ঐক্য পরিষদের ঘোষনা অনুযায়ী, আজ ৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় শহরের মূল সড়কের সংযোগস্থলে গণঅবস্থান এবং বিক্ষোভ মিছিল করা হয়। গোপালগন্জ ছাড়াও ঢাকায় শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
” সংখ্যালঘু সুড়ক্ষা আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি সহ বিভিন্ন দাবীদাবা নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।