DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

DoinikAstha
মে ২৫, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত জের ধরে প্রভাবশালী আনিছুর রহমান গং দের বিরুদ্ধে সাজু কে হত্যা উদ্দেশ্যে ছোরা দিয়ে মাথায় হাড়কাটা জখম ও সাজু গং দের বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে চোখ সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করার অভিযোগে মামলা দায়ের।
আসামি প্রভাবশালী ও টাকাওয়ালা হওয়ায় মামলার বাদীকে ও তার আত্বীয় স্বজন সহ ভাগীশরীকদের ভয়ভীতি হমকী প্রদান ও আসামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার না করার অভিযোগ পাওয়া গেছে। মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নের মধ্য উলিপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে প্রভাবশালী ও টাকাওয়ালা আনিছুর রহমান গং এর সাথে ওই এলাকার ছহির উদ্দিনের ছেলে সাজু ও তার ভাগীশরীকদের বেশ কিছুদিন আগ থেকে বসত বাড়ীর ৩ শতক জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল।
এরই জেরে গত ১৯ মে বুধবার রাতে আনিছুর গং রা দেশীয় অস্ত্রে ছোরা, লাঠি, রড সজ্জিত হইয়া পরিকল্পিত ভাবে সাজুকে হত্যার উদ্দেশ্য ছোরা দিয়ে মাথায় চোট মারিয়া গুরতর হাড়কাটা জখম করে। এতে সাজুর চাচাতো-জ্যাঠাতো ভাই ও ভাগীশরীকের লোকজন বাধা দিলে তাদেরকেও এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া ৪/৫ জন কে রক্তাক্ত গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কতব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য বগুড়া শহীদ জিয়া মেডিকেলে প্রেরন করে ও সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সাজু বাদী হয়ে আনিছুর সহ ১০ জন ও আরো ৫/৬ জন অজ্ঞাত নামা দের আসামী করে গত ২৩ মে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এদিকে মামলার পর আসামী রা বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে এবং আসামি প্রকাশ‍্যে ঘুরলেও গ্রেফতার করা হচ্ছে না বলে বাদির অভিযোগ।
এ বিষয়ে এলাকার সোবহান বলেন, আমরা গরীব বলে এই ভাবে আমাদের কে মারপিট করে আহত করেও টাকাওয়ালা হওয়ায় ঘুরে বেড়াচ্ছে। গরীবের বিচার কি হবে না বলে তিনি আক্ষেপ করেন। আসামী গ্রেফতারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোবারক আলী বলেন, মামলা হয়েছে ২৩ তারিখে।
আসামী পলাতক, আমি আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০