ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত জের ধরে প্রভাবশালী আনিছুর রহমান গং দের বিরুদ্ধে সাজু কে হত্যা উদ্দেশ্যে ছোরা দিয়ে মাথায় হাড়কাটা জখম ও সাজু গং দের বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে চোখ সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করার অভিযোগে মামলা দায়ের।
আসামি প্রভাবশালী ও টাকাওয়ালা হওয়ায় মামলার বাদীকে ও তার আত্বীয় স্বজন সহ ভাগীশরীকদের ভয়ভীতি হমকী প্রদান ও আসামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার না করার অভিযোগ পাওয়া গেছে। মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নের মধ্য উলিপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে প্রভাবশালী ও টাকাওয়ালা আনিছুর রহমান গং এর সাথে ওই এলাকার ছহির উদ্দিনের ছেলে সাজু ও তার ভাগীশরীকদের বেশ কিছুদিন আগ থেকে বসত বাড়ীর ৩ শতক জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল।
[irp]
এরই জেরে গত ১৯ মে বুধবার রাতে আনিছুর গং রা দেশীয় অস্ত্রে ছোরা, লাঠি, রড সজ্জিত হইয়া পরিকল্পিত ভাবে সাজুকে হত্যার উদ্দেশ্য ছোরা দিয়ে মাথায় চোট মারিয়া গুরতর হাড়কাটা জখম করে। এতে সাজুর চাচাতো-জ্যাঠাতো ভাই ও ভাগীশরীকের লোকজন বাধা দিলে তাদেরকেও এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া ৪/৫ জন কে রক্তাক্ত গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কতব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য বগুড়া শহীদ জিয়া মেডিকেলে প্রেরন করে ও সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সাজু বাদী হয়ে আনিছুর সহ ১০ জন ও আরো ৫/৬ জন অজ্ঞাত নামা দের আসামী করে গত ২৩ মে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এদিকে মামলার পর আসামী রা বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে এবং আসামি প্রকাশ‍্যে ঘুরলেও গ্রেফতার করা হচ্ছে না বলে বাদির অভিযোগ।
[irp]
এ বিষয়ে এলাকার সোবহান বলেন, আমরা গরীব বলে এই ভাবে আমাদের কে মারপিট করে আহত করেও টাকাওয়ালা হওয়ায় ঘুরে বেড়াচ্ছে। গরীবের বিচার কি হবে না বলে তিনি আক্ষেপ করেন। আসামী গ্রেফতারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোবারক আলী বলেন, মামলা হয়েছে ২৩ তারিখে।
আসামী পলাতক, আমি আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

[irp]

ট্যাগস :

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে অস্ত্র দিয়ে মারপিট

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত জের ধরে প্রভাবশালী আনিছুর রহমান গং দের বিরুদ্ধে সাজু কে হত্যা উদ্দেশ্যে ছোরা দিয়ে মাথায় হাড়কাটা জখম ও সাজু গং দের বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে চোখ সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করার অভিযোগে মামলা দায়ের।
আসামি প্রভাবশালী ও টাকাওয়ালা হওয়ায় মামলার বাদীকে ও তার আত্বীয় স্বজন সহ ভাগীশরীকদের ভয়ভীতি হমকী প্রদান ও আসামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার না করার অভিযোগ পাওয়া গেছে। মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নের মধ্য উলিপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে প্রভাবশালী ও টাকাওয়ালা আনিছুর রহমান গং এর সাথে ওই এলাকার ছহির উদ্দিনের ছেলে সাজু ও তার ভাগীশরীকদের বেশ কিছুদিন আগ থেকে বসত বাড়ীর ৩ শতক জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল।
[irp]
এরই জেরে গত ১৯ মে বুধবার রাতে আনিছুর গং রা দেশীয় অস্ত্রে ছোরা, লাঠি, রড সজ্জিত হইয়া পরিকল্পিত ভাবে সাজুকে হত্যার উদ্দেশ্য ছোরা দিয়ে মাথায় চোট মারিয়া গুরতর হাড়কাটা জখম করে। এতে সাজুর চাচাতো-জ্যাঠাতো ভাই ও ভাগীশরীকের লোকজন বাধা দিলে তাদেরকেও এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া ৪/৫ জন কে রক্তাক্ত গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কতব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য বগুড়া শহীদ জিয়া মেডিকেলে প্রেরন করে ও সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সাজু বাদী হয়ে আনিছুর সহ ১০ জন ও আরো ৫/৬ জন অজ্ঞাত নামা দের আসামী করে গত ২৩ মে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এদিকে মামলার পর আসামী রা বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে এবং আসামি প্রকাশ‍্যে ঘুরলেও গ্রেফতার করা হচ্ছে না বলে বাদির অভিযোগ।
[irp]
এ বিষয়ে এলাকার সোবহান বলেন, আমরা গরীব বলে এই ভাবে আমাদের কে মারপিট করে আহত করেও টাকাওয়ালা হওয়ায় ঘুরে বেড়াচ্ছে। গরীবের বিচার কি হবে না বলে তিনি আক্ষেপ করেন। আসামী গ্রেফতারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোবারক আলী বলেন, মামলা হয়েছে ২৩ তারিখে।
আসামী পলাতক, আমি আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

[irp]