DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে বসত বাড়ী,ও দোকান পাট  পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

DoinikAstha
মে ২২, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোবিন্দগঞ্জে বসত বাড়ী,ও দোকান পাট  পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ি গ্রামের আব্দুল মতিনের বসত বাড়ী, দোকান পাট ও আসবাবপত্র আগুনে পুড়ে অনুমান ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ি গ্রামের বদিউজ্জামানের ছেলে আব্দুল মতিন যথা নিয়মে গত শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমে পড়ে। শনিবার রাত অনুমান ১•৩০ ঘটিকার সময় হঠাৎ লোকজনের হৈচৈ শুনে ঘুম থেকে জেগে দেখে কে বা কাহারা তার বসত বাড়ীতে আগুন দিয়েছে।।
স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিস আসার আগেই লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। ইতিমধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মতিন কান্না জড়িত কন্ঠে জানান, তার বসতবাড়ীতে মনোহারী দোকানের মালামাল, ফ্রিজ ও আসবাবপত্র, হাস মুরগি সহ ঘরের টিন আগুনে পুড়ে অনুমান ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার সংসার করে খাওয়ার জন‍্য কোন কিছু নাই।
তবে আগুন লাগার কারন এখনো জানা যায় নি বলে জানা গেছে।
খবর পেয়ে দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ , উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মহোদয়ের পরামর্শ ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১৮০০০ টাকা ও ৬ বান্ডিল ঢেউ টিন বরাদ্দ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এ প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০